ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে পর্যটকবাহী জাহাজকে জরিমানা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী বে-ক্রুজ নামের পর্যটকবাহী একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

ইউএনও মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিন নৌপথে প্রতিদিন পর্যটকবাহী নয়টি জাহাজ চলাচল করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সহযোগিতায় জাহাজগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বে-ক্রুজ জাহাজে ২৫১ জনের ধারণক্ষমতার অতিরিক্ত ৮৭ জন যাত্রী ছিল। এ কারণে ওই জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরএআর/আরআইপি

আরও পড়ুন