ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোববার বসানো হবে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:০০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান আগামীকাল রোববার বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন। শনিবার সকাল থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়। নাব্যতা সংকটের কারণে সারাদিন চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি।

রাত ৯টার দিকে পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, সারাদিন চেষ্টা করেও স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আলো স্বল্পতার কারণে রাতেও কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আগামীকাল রোববার ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর দ্বিতীয় স্প্যানটি বসানো হবে।

padma2

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। ৫ মাসের ভেতরই বসছে দ্বিতীয় স্প্যান। স্টিলের এ স্প্যানটির ওজন প্রায় ৩ হাজার ১৪০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে আনা হয়েছে।

ছগির হোসেন/আরএআর/জেআইএম

আরও পড়ুন