খালেদা জিয়া খালাস পাবেন : সোহেল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আইন সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারাও বোঝেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে খালাস পাবেন। তারপরও যদি অন্যায়ভাবে তাকে সাজা দেয়া হয় তাহলে এর প্রতিবাদ করব আমরা। প্রতিবাদের ভাষা কেমন হবে সেটা তখন জানিয়ে দেবো।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোহেল আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই জনগণের দুঃখে, শীতে, বন্যায় তারা জনগণের কাছে আসে না। কিন্তু তারেক রহমান সুদূর বিদেশে থেকেই দুস্থ মানুষের দুঃখ উপলব্ধি করছেন। সেজন্য রংপুরের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে আমরা রংপুর বিভাগের প্রতিটি স্থানে শীতবস্ত্র বিতরণ করছি।
মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা সেক্রেটারি রইচ আহমেদ, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন প্রমুখ।
জিতু কবীর/আরএআর/জেআইএম