ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুর কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৮ জুলাই ২০১৫

সারাদেশের মুসলমানদের সঙ্গে কারাগারের বন্দিরাও পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে। কারাগারের বাইরের লোকজন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করলেও কারাগারে বন্দিরা পরস্পরের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

গাজীপুরের কাশিমপুরে অবস্থিত চারটি কেন্দ্রীয় কারাগারের বন্দিরা যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। এ কারাগারগুলোতে বিভিন্ন মামলার ফাাঁসি, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার আসামিরা রয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত বন্দিরাও রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ১০ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুদ্ধাপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ ৭৯ জন মৃত্যুদণ্ডপ্রপ্ত আসামি আছেন।

সাধারণ বন্দি ও ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত সেল এলাকায় পৃথকভাবে তাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করা হয়।

ওই কারাগারের জেলার ফরিদুর রহমান জানান, এ কারাগারে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদী, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা উয়িং কমান্ডার মো. সাহাব উদ্দিন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি সাবেক লে. কমান্ডার এম মাসুদ রানা, মেজর আরিফ, তথ্য প্রযুক্তি মামলায় গ্রেফতার মেজর মুকিত এবং হলমার্ক কেলেঙ্কারিতে গ্রেফতার দুই কর্মকর্তা বন্দি রয়েছেন।

তারাও এ কারাগারে ঈদের নামাজ আদায় করেন। এ কারাগারের আট শতাধিক বন্দি চারটি জামাতে ঈদের নামাজে অংশ নেন।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাসির উদ্দিন জানান, ওই কারাগারে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসিম আলী, এটিএম আজহার আলীসহ ১০৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন।

এ কারাগারের আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সামসুজ্জামান দুদু ও কর্নেল এহসান ইউসুফসহ আড়াই হাজারের মতো বন্দি ঈদের সাতটি জামাতে অংশ নেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন জামায়াত নেতা সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ৫০৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ কারাগারে এক হাজার ৩’শর মতো বন্দি রয়েছেন। এখানে পৃথক জামাতে তারা ঈদের নামাজ আদায় করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার সালমা জাহান জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়াসহ তিন শতাধিক বন্দি রয়েছেন এ কারাগারে।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা করা হয়। এর মধ্যে সকালে মুড়ি ও পায়েস, দুপুরে ভাত, মাছ ভাজা, আলুর দম ও ডিম। রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, কোমল পানীয় ও পান-সুপারি রয়েছে।

মো.আমিনুল ইসলাম/এসকেডি/পিআর