ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অন্যত্র বিয়ে দেয়ায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, ৩ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

কুষ্টিয়ায় গৃহবধূ কাকলী খাতুনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হাবিল শেখের ছেলে হাফিজ শেখ (২২), একই উপজেলার শমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৩) ও পদ্মবিলা গ্রামের শাজাহানের ছেলে জুয়েল (২৪)।

এদের মধ্যে হাফিজ শেখকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজিব ও জুয়েলকে ৭ বছরের কারাদণ্ড একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্র জানায়, নিশ্চিতবাড়িয়া গ্রামের কামরুল শেখের কন্যা কাকলী খাতুনকে স্কুলে আসা-যাওয়ার পথে গ্রামের হাবিল শেখের ছেলে হাফিজ শেখ দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হাফিজ ও তার বন্ধুরা কাকলী খাতুনকে উত্ত্যক্ত করে। উপায় না পেয়ে কাকলীকে তার পরিবার বিয়ে দেয়।

২০১৩ সালের ১২ সেপ্টেম্বর বাবার বাড়িতে স্বামীসহ ঘুমিয়ে থাকার সময় রাত আড়াইটার দিকে হাফিজ ও তার বন্ধুরা জানালা দিয়ে কাকলীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে গৃহবধূ কাকলীর মুখের বাম দিক ঝলসে যায়। এ ঘটনায় কাকলীর বাবা কামরুল শেখ বাদী হয়ে খোকসা থানায় হাফিজসহ ৯ জনকে আসামি করে মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বিশ্বাস।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

আরও পড়ুন