যশোর-বেনাপোল মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন
যশোর-বেনাপোল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রয়োজনে মৃতপ্রায় ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের পক্ষে মানববন্ধন ও গণস্বাক্ষর করেছে বেনাপোলবাসীসহ বন্দর এলাকার বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাস্টমস হাউসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণস্বাক্ষরে শত শত লোক স্বাক্ষর করেন রাস্তা উন্নীতকরণের জন্য। পরে বেলা ১১টায় কাস্টমস হাউসের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাধারণ জনগণ ছাড়াও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ ১১টি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, বেনাপোল-যশোর মহাসড়ক এশিয়ান হাইওয়ের অন্তর্ভুক্ত। দেশের শুধু নয় এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন এ বন্দর থেকে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য ১০ হাজার যানবাহন চলাফেরা করে। সেখানে যশোর- বেনাপোল মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক। একমাত্র সড়কের জন্য এ পথে আমদানি-রফতানি বাণিজ্য হ্রাস পাচ্ছে।
তিনি বলেন, ছয় লেনে এ সড়ক উন্নীত হলে সরকার দেশের সবচেয়ে বেশি রাজস্ব আদায় করতে পারবে বেনাপোল স্থল বন্দর থেকে। শত বছরের পুরাতন গাছ দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। সে গাছ রেখে ব্যবসা বাণিজ্যের ক্ষতি এবং সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে।
এ সময় আরও বক্তব্য রাখেন ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট সাব কমিটির সভাপতি মতিউর রহমান, বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম আনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
জামাল হোসেন/এমএএস/এমএস