ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে দু`দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত: ১০:১৬ এএম, ১৭ জুলাই ২০১৫

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৩ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি ওসি সিরাজুল ইসলাম মুন্সি ও শুল্ক কমিশনার রুস্তম আলী মোল্লার মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে কথিত মোবাইল ফোন চুরির  ঘটনাকে কেন্দ্র করে ওসি সিরাজের গ্রুপের দাউদ সরদার ও রুস্তুম গ্রুপের সলেমান খার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ ঠেকাতে ১০ রাউন্ড রাবার বুলেট ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে পুলিশের এসআই বি এম লিয়াকত হোসেন ও স্থানীয় সাংবাদিক পরেশ বিশ্বাস আহত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএম হুমায়ুন কবীর/এসএস/পিআর