নড়াইলে স্ত্রীকে জবাই করে হত্যা
নড়াইলে নিজ নামের জমি স্বামীর নামে লিখে না দেয়ায় আজিরন নেছা (৪৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে স্বামী। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার শড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জাগো নিউজকে জানায়, সদর উপজেলার শড়াতলা গ্রামের বিল্লাল শেখের স্ত্রী আজিরন নেছার নামে ১২শতক জমি ছিল। সেই জমি স্বামী বিল্লাল শেখ নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। স্ত্রী জমি লিখে না দেয়া নিয়ে কলহ শুরু হয়। এ ঘটনার জের ধরে স্বামী শুক্রবার ভোর রাতে তাকে জবাই করে হত্যা করে।
ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান একজনকে জবাই করে হত্যার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী পলতক রয়েছেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, আসামী সেখানেই পলাতক থাকুক না কেন অচিরেই আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নিলু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন