অস্ত্রসহ ‘তাহের বাহিনী’র প্রধান গ্রেফতার
নেত্রকোনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ‘তাহের বাহিনী’র প্রধান আবু তাহেরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) সদস্যরা।
শনিবার ভোরে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যদের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তাহের কেন্দুয়া উপজেলার রাইজুরা গ্রামের মৃত আ. কাদিরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থানাধীন রাইজুরা গ্রামের আবু তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ২টি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার তাহেরের বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক এএসপি মো. হাফিজুল ইসলাম বাবু বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
কামাল হোসাইন/এএম/আইআই