ডুবোচরে আটকা ফেরি : দুর্ভোগে ৫ শতাধিক যাত্রী
মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে রো রো ফেরি শাহ পরান ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মাঝ পদ্মায় ৩০টিরও বেশি যানবাহন নিয়ে ডুবোচরে আটকা পড়েছে। এতে মাঝ নদীতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো ৫ শতাধিক যাত্রী। বৃহস্পতিবার বিকাল ২টার দিকে ফেরিগুলো আটকা পড়ে বলে জানা গেছে।
দুটি ফেরিতেই যাত্রী ও যানবাহন বোঝাই। এতে যাত্রীবাহী ১৮টি বাস, ৮টি মাইক্রোবাস ও অন্যান্য বেশ কয়েকটি যানবাহনসহ ৫শরও বেশি যাত্রী নদীর মধ্যে আটকা পড়েছে।
খবর পেয়ে মাওয়া নৌ-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এছাড়া বিআইডব্লিউটিএ এর দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে সাড়ে চারটার দিকে ফেরি বীরশ্রেষ্ট রুহুল আমিনকে ডুবোচর থেকে উদ্ধার করে মাওয়ার উদ্দেশ্যে টেনে নিয়ে যায়। অপর ফেরি শাহ পরানকে উদ্ধারে চেষ্টা চলছে।
এ কে এম নাসিরুল হক/এসকেডি/পিআর