ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে উপজেলা চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৬ জুলাই ২০১৫

গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ইজাদুর রহমানকে বহনকারি জীপকে সাইড না দেয়ায় রাজেন্দ্রপুর এলাকায় ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান বাসের চালককে গুলি করে। এ সময় সড়কের টহল পুলিশ তাকে পিস্তল ও গুলিসহ আটক করে।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসের চালককে গুলি করার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় একটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এআরএ/পিআর