ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯ ঘণ্টা পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪২ এএম, ১৩ জানুয়ারি ২০১৮

কুয়াশা কেটে পদ্মায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার পর পদ্মার ৩ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত ২টার পর থেকে পথ না দেখতে পেয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল সোয়া ১০টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এসময় পাটুরিয়া ঘাটে থেমে থাকা ফেরিগুলো যান ও যাত্রী নিয়ে নদী পারের জন্য ছেড়ে যায়। রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে রাত আড়াইটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।

এছাড়া শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাটে বেলা সোয়া ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ভোর ৪টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এফএ/এমএস

আরও পড়ুন