ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:০১ এএম, ১৩ জানুয়ারি ২০১৮

কুমিল্লায় একটি ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার বানাসোয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেনটি কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

Comilla1

এ বিষয়ে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এদিকে ওই দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ময়নামতি স্টেশনে আটকা পড়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

আরও পড়ুন