ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধানখেতে মিলল ৮ ফুট লম্বা অজগর

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী খেজুরবাড়িয়া গ্রামের ধানখেত থেকে আট ফুট লম্বা একটি অজগর আটক করেছে স্থানীয় কৃষকরা। অজগরটিকে বৃহস্পতিবার সকালে উপজেলা বন কর্তৃপক্ষের মাধ্যমে মাঝেরচরের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে গিয়ে অজগরটিকে দেখতে পেয়ে আটক করে। পরে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে অজগরটিকে থানায় নিয়ে আসলে বন কর্তৃপক্ষের নিকট তা হস্তান্তর করা হয়।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. শামসুল কবির বলেন, বলেশ্বর নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গ্রামে প্রায়ই অজগর সাপ জনতার হাতে ধরা পড়েছে। সুন্দরবনে খাদ্যাভাব ও বাসস্থান সংকট দেখা দেয়ায় অজগর বন সংলগ্ন নদ ও লোকালয়ে চলে আসছে। আটক অজগরটিকে সুন্দরবন সংলগ্ন জঙ্গল মাঝেরচরে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

আরএআর/এমএস

আরও পড়ুন