ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৯ জানুয়ারি ২০১৮

তীব্র শীত আর শৈত্যপ্রবাহে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও শ্রমিকেরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন দুস্থ মানুষজন।

শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। ঘন কুয়াশার কারণে নৌ যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, কয়েক বছরের মধ্যে বরিশালের ইতিহাসে আজ সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে এক দিন এ শীত থাকবে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. বেল্লাল হোসেন জানান, মঙ্গলবার সকালে বরিশালে সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ০.৫ নটিক্যাল মাইল। কয়েক বছরের মধ্যে এটাই সর্বনিম্ন তাপমাত্রা । ২০১৩ সালের জানুয়ারি ৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সাইফ আমীন/আরএআর/আইআই

আরও পড়ুন