নৌ-পথে যাত্রা নিরাপদ করতে বিআইডব্লিউটিএর অভিযান
ঈদে ঘরমুখো নৌ যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বিশেষ অভিযানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার দুপুরে কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মালামাল পরিবহন করায় মামলা দায়ের করা হয়েছে বালুবাহী একটি বলগেটের বিরুদ্ধে। এছাড়া বলগেট এবং মাছ ধরা নৌকা নদীতে দেখামাত্র কোস্টগার্ডকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় লঞ্চগুলোকে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য সতর্ক করা হয়।
বুধবার সকাল থেকে সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জরির ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছিলো বিআইডব্লিউটিএ।
সংশ্লিষ্টরা জানায়, বরিশাল-ঢাকা নৌ রুটে বুধবার থেকে শুরু হয়েছে ঈদের বিশেষ সার্ভিস। এবার বরিশাল-ঢাকা নৌ রুটে যাত্রী পরিবহন করছে বড়-ছোট অন্তত ২৫টি নৌযান। ঈদের এই সময়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে নৌ পথকে নিরাপদ রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএ`র উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) আবুল বাশার মজুমদার জানান, আজ থেকে শুরু হওয়া অভিযান ঈদের পর সাত দিন পর্যন্ত বিভাগের ১৪টি নদীতে ধারাবাহিকভাবে চলবে। অভিযানের প্রথম দিনে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী সাতটি লঞ্চ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এছাড়া বালুবাহী একটি বলগেটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল বিআইডব্লিউটিএ`র যুগ্ম-পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) শাহজল হক জানান, নৌ পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
সাইফ আমীন/এআরএ/পিআর