ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহিলাদের জন্য বরগুনায় ঈদের নামাজ পড়ার ব্যবস্থা

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৫ জুলাই ২০১৫

বরগুনায় এ বছর মহিলাদের জন্য জামাতে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় শহরের সার্কিট হাউজের সামনের মাঠে পুরুষের পাশাপাশি মহিলারাও ঈদের নামাজ আদায় করতে পারবেন।

মাঠের দক্ষিণ পাশে মহিলাদের জন্য এ ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ পাশের আলাদা গেট দিয়ে ঢুকে তাদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মহিলাদের জন্য এ বছর জামাতে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে। সার্কিট হাউজ মাঠে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে আবুল হোসেন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়।

আর বৃষ্টি থাকলে একই সময়ে সদরঘাট জামে মসজিদে নামাজ পড়া হবে জানা গেছে।

আরএস/পিআর