ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১০:০৯ এএম, ১৫ জুলাই ২০১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে কর্মরত অবস্থায় কাভার্ডভ্যান চাপায় আহত পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহিপাল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নজির আহম্মেদ ফিলিং স্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলো। সড়কের ভুল পথ দিয়ে চলার দায়ে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয়। এ সময় কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে এসআই আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। আহত আবুল কালাম আজাদকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার উন্নতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁডি ইনচার্জ উপ-পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর