ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাঁড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশি তারা

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১২:০৩ পিএম, ০২ জানুয়ারি ২০১৮

প্রচণ্ড শীতের কষ্টে কাতর ফাতেমা বেগমের মুখে অকৃত্রিম হাসি। ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকার এ গৃহবধূ গত কয়েক দিনে শীতে বেশ কষ্টে দিন যাপন করছিলেন। অভাবের কারণে তার লেপ বা কম্বল কেনা সম্ভব হচ্ছিল না।

সেখানে নতুন কম্বল হাতে পেলে তার খুশি দেখে কে? এমন খুশি সখিনা বেগম, ফরিদা বেগম ও অন্তরা আক্তারেরও। কম্বল পেয়ে তারা বলেন, এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষ ভালো জানে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা সত্যপীর ব্রিজ এলাকার বি আখড়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল নিতে আসা শীতার্তরা এভাবেই তাদের খুশির বর্ণনা দেন।

kombol

‘শীতার্ত মানুষের পাশে দাড়াই’ স্লোগানকে সামনে রেখে ইউনিটি ক্লাবের আয়োজনে প্রায় ২০০ জন অসহায়, দুস্থ, শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ওই এলাকার গৃহবধূ রাবেয়া বেগম বলেন, অভাবের তাড়নায় দুই বেলা খাতে পাইনি। শীতের কাপড় কিনব কি করে? তাই ঠাণ্ডার ভয়ে বিকেল হলেই ঘরে দরজা দিয়া থাকি। দম ফেলতে পারিনি। কম্বলডা পাইয়া এখন কিছুডা চিন্তামুক্ত হলাম।

kombol

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক নুরে শাহাদাত স্বজন, ইউনিটি ক্লাবের সভাপতি মামুন উর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ মানিক, সাংঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, সুমন, জাহিদ, তাহেরসহ ইউনিটি ক্লাবের সদস্যবৃন্দ।

রবিউল এহসান রিপন/এএম/আইআই

আরও পড়ুন