ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ভেজাল খাদ্য বিরোধী অভিযানে ২ জনকে করাদণ্ড

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৪ জুলাই ২০১৫

গাজীপুরে ভেজাল ও মেয়াদহীন খাবার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইজনকে কারাদণ্ড ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

গাজীপুরের সহকারী কমিশনার বিজেন ব্যানার্জী জানান, মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা গ্রেটওয়াল সিটি এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান। এসময় ভেজাল ও মেয়াদহীন খাবার বিক্রির অপরাধে চান্দনা গ্রেটওয়াল সিটি এলাকার আ. রহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই অপরাধে মোখলেছুর রহমান নামে এক জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

এছাড়া একই দিন জেলার বিভিন্ন স্থানে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ফিটনেস বিহীন গাড়ি, গাড়ির রেজেস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাড়ির মালিকদের জরিমানা করা হয়।

এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জাগো নিউজকে বলেন, ভেজাল ও মেয়াদহীন খাবার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
                        
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি