বিকেলে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত
নেত্রকোনার মোহনগঞ্জে সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান ওরফে বিপুল ডাকাত (৪০) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার চাঁনপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলায় তার সাজা হয়েছে।
পুলিশ বলছে, ‘রোববার বিকেলে গাগলাজুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে লুৎফরকে গ্রেফতার করে পুলিশ। পরে গভীর রাতে স্বাীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে মোহনগঞ্জের নয়াপাড়াও এলাকার একটি হাওরে গেলে সে দৌড়ে পালানোর সময় পুলিশ গুলি করে। এসময় বিপুলও পাল্টা গুলি করে। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাত আলী জানান, বন্দুকযুদ্ধে এসআই আফজাল হোসেন, এসআই জহিরুল ইসলাম ও কনস্টেবল তোফাজ্জল আহত হয়েছেন।
কামাল হোসাইন/এফএ/জেআইএম