কাঁকড়া-কুচিয়ার চাহিদা বাড়ছে : মৎস্য প্রতিমন্ত্রী
চিংড়ির পাশাপাশি বৈদেশিক বাজারে কাঁকড়া, কুচিয়ার চাহিদা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
রোববার বিকেলে সাতক্ষীরা এল্লারচরে অবস্থিত মৎস্য অধিদফতরের চিংড়ি চাষ প্রদর্শনী খামার পরিদর্শনে মন্ত্রী এসব কথা বলেন।
এল্লারচর মৎস্য অধিদফতরের চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনায় মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, খুলনার উপ-পরিচালক রনজিত কুমার পাল ও খুলনা, বাগেরহাট যশোর জেলার মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী খামার পরিদর্শনের সময় খাঁচায় পদ্ধতি কাঁকড়া চাষ ও বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের খামার পরিদর্শন করেন। এ সময় তিনি আরও বলেন, এভাবে মৎস্য চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ করতে পারলে প্রচুর পরিমাণ উৎপাদন হবে এবং সরকারের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।
আকরামুল ইসলাম/এমএএস/আইআই