ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সামিউল হত্যা : প্রত্যক্ষদর্শী দু`জন আটক

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৩ জুলাই ২০১৫

সামিউলকে নির্যাতনের ঘটনা দেখেও ঠেকাতে এগিয়ে না আসায় দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে আজমত উল্লাহ (৫৫) ও ফিরোজ আলী (৬০) নামে ওই দুই ব্যক্তিকে কুমারগাঁও থেকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ।

এই দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন। তিনি জানান, নির্যাতনের সময় তারা ঘটনা দেখলেও প্রতিবাদ করেননি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে । তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও মনে করছেন পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন।

গত বুধবার সকালে রাজনকে পিটিয়ে হত্যার পর মুহিত আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতেও নিয়েছে পুলিশ।

মুহিতের ভাই কামরুল ইসলাম সৌদি আরব চলে গেলে সোমবার সেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকেও ধরেছেন।

মুহিত ও কামরুলের সঙ্গে এই হত্যাকাণ্ডের মামলার অন্য দুই আসামি আলী হায়দার ও ময়না মিয়া এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।  

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় শেখপাড়া এলাকায় মুহিতের বাড়ি থেকে তার স্ত্রী লিপি বেগমকে আটক করে পুলিশ। তার আগে সকালে আটক করা হয় ইসমাইল হোসেন আবলুস নামে আরও এক সন্দেহভাজনকে।

এসআরজে