ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নূর হোসেনের ওয়ার্ডে উপ-নির্বাচন : প্রতীক বরাদ্দ মঙ্গলবার

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৩ জুলাই ২০১৫

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে মঙ্গলবার।

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের প্রার্থিত প্রত্যাহার করেনি। মঙ্গলবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এদিকে, পাঁচজন প্রার্থীর বেশির ভাগেরই পছন্দের প্রতীক ঠেলাগাড়ি ও ঘুড়ি। সমঝোতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ না হলে লটারির মাধ্যমে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ৭ খুনের ঘটনার পর ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরণ আইনে বাদী হয়ে নূর হোসেনকে আসামি করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।

গত বছর ৩০ সেপ্টেম্বর বন্যপ্রাণী সংরণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম। দণ্ড পাওয়ার সাত মাস পর গত ১০ মে স্থানীয় সরকার বিভাগ নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে।

নূর হোসেনের ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোট হবে আগামী ২ আগস্ট। ২৯ জুন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান এ তফসিল ঘোষণা করেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই