ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে মেয়েদের পেছনে ছেলেরা

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ১০:২৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭

বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন।

শনিবার দুপুর ১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডের অধীন ৬ জেলায় ১ হাজার ৭০৪টি স্কুলের ১ লাখ ২২ হাজার ১২৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষার ফরম পূরণ করে। এদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী ১৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র এবং ৬২ হাজার ৬৭৯ জন ছাত্রী। মোট ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন বিভিন্ন গ্রেডে পাস করে। বোর্ডে মোট পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন।

ঘোষিত ফল অনুযায়ী, এবার বরিশাল বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে। এবার গণিতে কিছুটা ফল খারাপ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বরিশাল বোর্ডে পরীক্ষা চলাকালীন সময়ে এবার অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জনকে বহিষ্কার করা হয়েছে। গত বছর বরিশাল বোর্ডে জেএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন।

এদিকে, দুপুর আড়াইটার দিকে স্ব-স্ব স্কুলে জেএসসির ফল ঘোষণা করা হয়। প্রত্যাশিত ফল পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। তারা তাদের এ কৃতিত্বে শিক্ষক, অভিভাবক এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

সাইফ আমীন/এএম/জেআইএম

আরও পড়ুন