ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি প্রগতিশীলদের

প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৩ জুলাই ২০১৫

শিশু শেখ সামিউল আলম রাজনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। তাই অবিলম্বে সামিউল আলম রাজনের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

রাজনের হত্যাকাণ্ড নিয়ে কোনো টালবাহানা সিলেটবাসী সহ্য করবে না। রমজানের মধ্যেই খুনীদের গ্রেফতার করা না হলে, ঈদ পরবর্তীতে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সোমবার রাত ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেন প্রগতিশীল নেতারা।

বিবৃতি দাতারা হলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জাসদ জেলা সভাপতি কলমন্দর আলী, সিপিবির প্রবীন নেতা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, গণফোরাম সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকট আনসার খান, ন্যাপ মহানগর সভাপতি ইছহাক আলী প্রমুখ।

ছামির মাহমুদ/এআরএ/আরআই