ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলায় আ.লীগ-শিবির সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৩ জুলাই ২০১৫

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের নিজপাড়া গ্রামে আওয়ামী লীগ ও শিবির সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা শিবির সভাপতি অপিয়ার রহমানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত অপিয়ার সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের ইছামুদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস ৯ দিন কারাবন্দী থাকার পর শনিবার বিকেলে মুক্তি পান ডিমলা উপজেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার। তার মুক্তি উপলক্ষে নিজপাড়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশাল আনন্দ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে শিবিরের উপজেলা সভাপতি  অপিয়ার রহমান (২৮) গুরুতর আহত হন।

এ সময় আহতরা হলেন, ছাত্রলীগের ডিমলা নিজপাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে সাইফুল (২৫), একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম টারু (২৩), বাবুল হোসেনের ছেলে মাসুদ (২৪) ও রশিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন তরুনকে (২৫) ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ডিমলা নিজপাড়া ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম টারু বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে ডিমলা থানায় একটি মামলা করা হয়েছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান জাগো নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটকেন্দ্র জ্বালাও-পোড়াও ও ব্যালট বাক্স ছিনতাই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অপিয়ার রহমানকে ডিমলা হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এআরএ/এমআরআই