ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি

প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৩ জুলাই ২০১৫

নওগাঁর সাপাহার সীমান্তে দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া ২২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ও শ্রমিককে শনিবার আটক করে ভারতীয় পুলিশ। কিন্তু আটক হওয়ার একদিন পার হলেও তাদের দেশে ফিরিয়ে আনতে নওগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন, উপজেলার রোদগ্রামের লতিজুলের ছেলে বয়জুল (২৫), মোক্তার হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৫), আলতাস আলীর ছেলে আওয়াল (১৮), লুৎফর রহমানের ছেলে ইসরাফিল আলম(২১), পশ্চিম বিরামপুর গ্রামের দুরুল হকের ছেলে হেলাল উদ্দিন (১৭), মফিজুল হকের ছেলে মতিলাল (১৪), চাঁন মোহাম্মাদের ছেলে ফকির লাল (৩৫), তসলিম উদ্দিনের ছেলে দাউদ আলী (২১), হাঁপানিয়া আদিবাসী পাড়ার দুরুল হকের ছেলে শাহ আলম (১৬), আদিবাসী বিরসার চন্দ্রের ছেলে অনিল চন্দ্র (২০), রুবিয়ার চন্দ্রের ছেলে হরিমন চন্দ্র(১৪), সুনিল চন্দ্রের ছবিলাল চন্দ্র (১৪), কৃষ্ণসদা গ্রামের মারশেদের (ঝাটু) ছেলে মাসুদ (২২), সনোয়ার হোসেনের ছেলে দুলাল হোসেন (১৭), লালচানের ছেলে শাকির (১৬), মৃত খায়রুলের ছেলে হাবিল(১৮), ফজলুর রহমানের ছেলে ফারুক(২১), হাঁপানিয়া শিয়ালমারী গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। বাঁকি চার জনের নাম পাওয়া যায়নি।

জানা গেছে, গত শনিবার রাতে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকা দিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অবৈধভাবে প্রায় ২০/২৫ জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু আনতে যান। গরু ব্যবসায়ীদের সাথে ভারতের চেন্নাইয়ে যাওয়া উদ্দেশ্যে ১৮/২০ জন শ্রমিকও যান। এদের মধ্যে গরু কিনে ১০/১২জন গরু ব্যবসায়ী ভারত থেকে পালিয়ে আসতে পারলেও অন্য গরু ব্যবসায়ীরা ভারত থেকে ফিরতে পারেননি। সকালে গরু ব্যবসায়ীরা যে যার মত ভারতে আত্মগোপন করেন।

এআরএস/পিআর