মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ, একটি বিধ্বস্ত
কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ছোট মহেশখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিমান দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা দিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান জাগো নিউজকে বলেন, দুটি প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একটি বিমানে আগুন ধরে যায়। এখন উদ্ধার তৎপরতা চলছে।
তিনি আরও বলেন, দুটি প্রশিক্ষণ বিমানে চারজন পাইলট ছিলেন। ক্ষয়-ক্ষতি বা হতাহতের বিষয়ে উদ্ধার অভিযান শেষে বলা যাবে।
কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্তো জানান, বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান সান্ধ্যকালীন মহড়ায় বিধ্বস্ত হয়েছে বলে তাকে জানানো হয়।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম