ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৩ জুলাই ২০১৫

বরিশাল আদালত প্রাঙ্গনে অবস্থিত এক আইনজীবীর চেম্বার থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত পৌণে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিয়াজউদ্দিন মিলনের চেম্বার থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (ওসি) আনছার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জেলা আইনজীবী সমিতির বর্ধিত ভবনে আইনজীবী মিলনের চেম্বারে  ফেনসিডিল মজুদ করা হয়েছে। সেই খবরে তাদের দল আদালত এলাকায় অবস্থান নেয়। অভিযানের বিষয়টি টের পেয়ে কক্ষ তালাবদ্ধ করে মিলন পালিয়ে যান।

fan

এদিকে, চেম্বার তল্লাশির জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে অনুরোধ করা হয়। আইনজীবী সমিতির সম্পাদক চেম্বারের চাবি সংগ্রহ করে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে দেন। পরে চেম্বারের তালা খুলে সিলিং থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনজীবী মিলনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক কাজী মনিরুল হাসান জানান, এ ঘটনায় সাধারণ আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আইনজীবী মিলনের বিরুদ্ধে করণীয় সম্পর্কে সিন্ধান্ত গ্রহণে সমিতির নেতারা সোমবার সকালে বসবে। বৈঠক থেকে তার সনদ স্থগিত, বার কাউন্সিলে অভিযোগ প্রদানসহ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।  

সাইফ আমীন/এসএস/এমএস