বরিশালে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত
বরিশালের হিজলা উপজেলার বাহেরচর এলাকায় গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতরা হলেন, উপজেলার বাউশিয়া এলাকার ইসমাইল সরদারের ছেলে হানিফ সরদার (২৫), খুন্না গোবিন্দপুর এলাকার নুরু বেপারীর ছেলে হারুন বেপারী (২৩) ও একই এলাকার মালেক মোল্লার ছেলে মিরাজ (২০)।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ডাকাতির উদ্দেশ্যে ট্রলারযোগে ১৫/১৬ সদস্যের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বাহেরচর এলাকায় এসে জড়ো হয়। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে ধাওয়া করে হানিফ, হারুন ও মিরাজকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তিন ডাকাতের মরদেহ উদ্ধার করে । এছাড়া ঘটনাস্থল থেকে ৫টি রামদা উদ্ধার করে পুলিশ।
ওসি গোলাম সরোয়ার আরো জানান, নিহত তিনজন আন্তঃজেলা ডাকাত দল ইউসুফ বাহিনীর সদস্য ছিল। গত ১৬ মে তাদের সর্দার ইউসুফ ডাকাতির প্রস্ততিকালে উপজেলার একতা বাজার এলাকায় গণপিটুনিতে নিহত হয়। এছাড়া নিহত তিনজনের বিরুদ্ধে হিজলা থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
সাইফ আমীন/এসএস/এআরএস/এমএস