ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবিতে ব্যাংক ঘেরাও

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১২ জুলাই ২০১৫

কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহারসহ সহজ শর্তে স্বল্প সুদে কৃষক-ক্ষেতমজুরদের ব্যাংক ঋণ চালুর দাবিতে রোববার গাইবান্ধায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দারিয়াপুর শাখা কার্যালয় ঘেরাও করা হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এ কর্মসূচি আয়োজন করে।

ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, কৃষক নেতা জাহেদুল হক, মোজাহেদুল ইসলাম রানু, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, গত কয়েক বছর যাবত কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। দু’বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অথচ ঠিক এ সময় ব্যাংক থেকে ঋণের টাকা আদায়ের জন্য দায়ের করা হচ্ছে সার্টিফিকেট মামলা। ঋণ খেলাপী বড় বড় শিল্পপতির টাকা উদ্ধার করতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। এজন্য সরকার বাজেটে ব্যাংকের ঘাটতি পূরণের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। অথচ কৃষকদের বকেয়া ঋণ আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ জুলুম অত্যাচার করছেন।

অমিত দাশ/এসএস/এমআরআই