ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রৌমারীতে চাঁদাবাজিকালে যুবলীগের সভাপতিসহ আটক ২

প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ জুলাই ২০১৫

রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শংকর কুমার বিশ্বাসের নেতৃত্বে রাস্তায় চাঁদাবাজি রোধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় কর্ত্তিমারী বাজারস্ট্যান্ডে চাঁদা আদায়কালে যাদুরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান স্বপন (৪২) ও গোলাবাড়ী গ্রামের নূরুল হকের ছেলে আজিম উদ্দিন (২৫) কে আটক করা হয় । রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর কুমার বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় প্যানেল কোডের দণ্ডবিধি ২৯০ ধারা মোতাবেক প্রত্যেককে সর্বোচ্চ ২শত টাকা অর্থদন্ডসহ মুচলেকা নেয়া হয়েছে।

এলাকাবাসীদের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন পরিবহন থেকে অবাধে চাঁদা আদায় করতেন যাদুরচর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান স্বপন এর নেতৃত্বে একদল চাঁদাবাজ। ভটভটি (অবৈধ যান), ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, লেগুনাসহ বিভিন্ন যানবাহন থেকে অবাধে ৫ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল এ চাঁদাবাজ চক্রটি। সম্প্রতি ঈদকে সামনে রেখে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠে। চাঁদা না দিলে গাড়ি আটকে দিত চাঁদাবাজরা। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো যাত্রী সাধারণকে।

নাজমুল হোসেন/এসএস/আরআইপি