ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে পাওনা টাকা চাইতে গিয়ে শ্রমিক খুন : আটক ১

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১২ জুলাই ২০১৫

রংপুর মহানগরীর ধাপ এলাকায় পূর্ব শক্রতার জের ধরে লিমন (২৭) নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শনিবার রাতে ধাপ আরকে রোডের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত লিমন ধাপ খলিফাপাড়া হাজিরটারি এলাকার সুলতান মিয়ার ছেলে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের গাইবান্ধা টিকিট কাউন্টারে কর্মরত ছিলেন। এদিকে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

পুলিশ জানায়, মিন্টু নামে এক রিকশাচালকের কাছ থেকে সুদের ওপর ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন শাজাহান। দীর্ঘদিন ধরে  টাকা না দেয়ায় মিন্টু টাকার বিষয়টি শাজাহানকে অবগত করেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই টাকা চাইতে শাজাহানের বাড়িতে যান লিমন। এসময় শাজাহান টাকা দেবার কথা জানিয়ে রাত সাড়ে ১১টার দিকে লিমনকে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখা করতে বলেন। শাজাহানের কথামতো লিমন ওই সময়ে সেখানে গেলে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকা শাজাহান ও তার সঙ্গীরা লিমনকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই লিমন মারা যান। এসময় লিমনকে বাচাঁতে ওই এলাকার এক চিকিৎসকের গাড়ি চালক এবং ইসলামবাগ আরকে রোড এলাকার আজাহার আলীর ছেলে পাভেল মিয়া এগিয়ে গেলে তেদেরকেও ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পাভেলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ধাপ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল  জোরদার করা হয়েছে।

এদিকে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হারেস সিকদার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে নগরীর ছিট কেল্লাবন্দ সিও বাজার এলাকার ফজলে রহমানের ছেলে শাজাহানকে (৩০) নিজ বাড়ি থেকে আটক করেন।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাজাহান হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। লিমনের মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

এমজেড/এমএস