ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনা নদীতে ভেসে গেছে এক শিশু

প্রকাশিত: ০৪:২৮ এএম, ১২ জুলাই ২০১৫

সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বেড়াতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গেছে এক শিশু। শনিবার সন্ধ্যার পর পরই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে এ ঘটনা ঘটে। শিশু স্বরণ (৮) সদর উপজেলার কান্দাপাড়ার মিজানুর রহমান মিন্টুর ছেলে। তবে বাবা-মায়ের সঙ্গে সে ঢাকার উত্তরা আশকোনায় বসবাস করতো।

সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পরেশ চন্দ্র জাগো নিউজকে জানান, শনিবার বিকেলে চাচা আলহাজ উদ্দিনের সঙ্গে স্বরণ হার্ডপয়েন্টে বেড়াতে যায়। চাচা হার্ডপয়েন্ট এলাকায় বসেছিলেন। এক ফাঁকে শিশুটি নদীর কিনারে গিয়ে পানি নাড়তে থাকে। এক পর্যায়ে পানির প্রবল স্রোতে সে ভেসে যায়। এসময় চাচা ও সেখানে থাকা আরো এক ব্যক্তি নদীতে লাফ দিয়ে শিশুটিকে বাঁচাতে যান। কিন্তু চোখের পলকে সে নদীতে ভেসে যায়। পরে এলাকাবাসী নদী থেকে চাচা আলহাজ উদ্দিন ও অপর ব্যক্তিকে উদ্ধার করেন।

বাদল ভৌমিক/এমজেড/এমএস