ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোস্টগার্ড বহরে যুক্ত হলো দুই যুদ্ধ জাহাজ

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হয়েছে ইতালি থেকে কিনে আনা নতুন দুইটি অত্যাধুনিক সমুদ্রগামী যুদ্ধ জাহাজ। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোংলায় বিদ্যারবাহন এলাকার কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের ভেসেল জেটিতে সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামান নামে জাহাজ দুটি পৌঁছে।

এ সময় কোস্টগার্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা জাহাজ দুটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের স্বাগত জানান । কোস্টগার্ডের একদল সুসজ্জিত বাদক দলও জাহাজ দুটিকে স্বাগত জানায়।

এ সময় বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালক (অপারেশন) ক্যাপ্টেন ইকরাম হোসেন, জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ জানুয়ারি কোস্টগার্ডের এই জাহাজ দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা রয়েছে।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার মারুফ বলেন, ইতালীয় প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক জাহাজ দুইটি গত ১৭ নভেম্বর ইতালির ‘লা-স্পেজিয়া’ বন্দর হতে ছেড়ে মিশর, ওমান, ভারত, শ্রীলংকা হয়ে আজ ২২ ডিসেম্বর মোংলায় এসে পৌঁছায়। জাহাজ দুটিতে ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক রয়েছে। এছাড়া ৮৭ মিটার দৈর্ঘ্য আর সাড়ে ১০ মিটার প্রস্থের ১৩শ টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ জাহাজ ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের স্বাভাবিক কার্যকলাপ অনুসন্ধান ও তার প্রতিরোধ, মাদক, মানবপাচার প্রতিরোধ, দস্যু দমন, অন্য জাহাজকে অগ্নি নির্বাপণী সহায়তা, উদ্ধার অভিযানসহ উপকূলবর্তী ও সামুদ্রিক দুর্যোগ ব্যবস্থাপনায় মোকাবেলার সক্ষমতা রয়েছে জাহাজ দুটির। এছাড়া জাহাজ দুটি নৌপথের দুষণরোধে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলেও জানান তিনি।

শওকত বাবু/আরএআর/এমএস

আরও পড়ুন