ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১১ জুলাই ২০১৫

রাজশাহী-ঢাকা অভ্যন্তরীণ রুটে এবার চালু হলো বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পর দ্বিতীয় এয়ারলাইনস হিসেবে এ সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।

বেলা ৩টা ১০মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইটে ৭৮ জন যাত্রী নিয়ে রাজশাহীতে উড়ে আসে ইউএস-বাংলার বিমান। বিকেল ৪টা ২৫মিনিটে ২৬ জন যাত্রী নিয়ে ঢাকায় উড়াল দেয় ফিরতি ফ্লাইট।

ইউএস-বাংলার রাজশাহী স্টেশন ইনচার্জ বাদল কুমার রায় জানান, এখন থেকে সপ্তাহে তিনদিন রাজশাহী-ঢাকা রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস`র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং শেখ সাদী শিশির জানান, তারা রাজশাহী-ঢাকা রুটে সপ্তাহের সোম, বুধ ও শনিবার ফ্লাইট পরিচালনা করবেন। নির্ধারিত দিনে বেলা ৩টা ১০মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে নির্দিষ্ট ফ্লাইট। পৌঁছাবে ৩টা ৫০মিনিটে। রাজশাহী থেকে ৪টা ১০মিনিটে ছেড়ে যাবে। ৪০ মিনিট পর ঢাকা পৌঁছাবে বিকেল ৪টা ৫০ মিনিটে।

প্রসঙ্গত, বর্তমানে সপ্তাহের শুক্র, রোব ও মঙ্গলবার এই রুটে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান এয়ারলাইনস। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর ৭ এপ্রিল রাজশাহী-ঢাকা আভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট শুরু করে বাংলাদেশ বিমানের ফ্লাইট।

শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই