ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রসিক মেয়র মোস্তফা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১৯৩টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১৬০৪৮৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি পেয়েছেন ৬২৪০০ ভোট। অপর দিকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫১৩৬ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রসিক বর্তমানে ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় দলীয় প্রতীকে ভোট না হলেও সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে এক লাখ ছয় হাজার ২৫৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি এবার নৌকা প্রতীক হেরে গেলেন।

বিজ্ঞাপন

জিতু কবীর/বিএ

আরও পড়ুন

বিজ্ঞাপন