গোদাগাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
রাজশাহীর গোদাগাড়ীতে জাহাঙ্গীর (৩৭) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে আজিজুল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পার্শ্ববর্তী লস্করহাটি গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে মিঠুনের বসতভিটা নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে দুপুরে জাহাঙ্গীর বাড়ির দখল নিতে গেলে মিঠুনের সঙ্গে মরামারির ঘটনা ঘটে। এ সময় মিঠুন ও সাইমন নেসা নামে এক বৃদ্ধা আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে মিঠুনের ভাই মুকুল, টুটুল, ডলার ও তার লোকজন ঘটনাস্থলে এসে জাহাঙ্গীরকে বাড়িতে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে নিহতের স্ত্রী তাজেনুর দাবি করেন, তার স্বামী জাহাঙ্গীর জমির ভাগ চাইতে গেলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হত্যার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, নিহত জাহাঙ্গীর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তার স্ত্রী তাজেনুর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজুলকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি