জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ দমনে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তবে এখনও সম্পূর্ণরুপে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা যায়নি। আমরা জনগণের সহায়তায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছি।
বৃস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কী হবে তা বিচারকরা জানেন। আদালতের বিচারে যা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে তার মামলা ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে।
এর আগে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাবনার এএসপি তাপস কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, র্যাব-১২ এর সিও সেলিম মো. জাহাঙ্গীর, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কেএম জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান রবিউল করিম, নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গুড়ার নতুন থানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সেখানেও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া জেলার ফরিদপুরে নবনির্মিত থানা ভবনের ফলকও উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
একে জামান/আরএআর/জেআইএম