ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

নতুন জনপ্রতিনিধি নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট দিচ্ছেন রংপুরের ভোটাররা। ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে সাতজন মেয়র, ৬৫ জন সংরক্ষিত ও ২১১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় চার লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচন উপলক্ষে বর্তমানে রংপুরে অবস্থান করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে ভোট দেবেন এরশাদ। একই কেন্দ্রে ভোট দেবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তার নিজ মহল্লার সালেমা বালিকা উচ্চবিদ্যালয় ভোট দেবেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোট দেবেন আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। আওয়ামী লীগ মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজ মহল্লা গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

রসিক নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরকারি কলেজ কেন্দ্রে ইভিএম দিয়ে ভোটগ্রহণ ছাড়া সব কেন্দ্রে আগের মতোই ব্যালট ও সিলে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে ভিন্ন রকম এক নগরী এখন দেখছেন নগরবাসী। চলছে র্যাব-বিজিবি-পুলিশের সতর্ক মহড়া।

এআরএস/পিআর

আরও পড়ুন