ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানে না ওঠার আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত: ০৯:২১ এএম, ১১ জুলাই ২০১৫

ঈদে নৌ-দুর্ঘটনা থেকে রক্ষার জন্য যাত্রীদের নৌযানের ছাদে না ওঠার জন্য পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান। এমনকি অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার আহ্বান জানিয়ে যাত্রীদের আরো সতর্ক হতে বলেছেন তিনি। শনিবার সকাল ৯টার দিকে যাত্রী সেবার মান উন্নয়নে বরিশাল নদী বন্দর পরিদর্শন এসে এসব কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু সরকার এবং লঞ্চ মালিক-শ্রমিকদের উপর নির্ভরশীল হলে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দফতর এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক সাথে কাজ করতে হবে।

মন্ত্রী মো. শাজাহান খান আরো বলেন, তার মন্ত্রণালয়ের পরিকল্পনা আছে যাত্রী সুবিধা বাড়াতে বরিশাল নদী বন্দরকে আরো সম্প্রসারিত করার। নৌপথে নিরাপত্তা বাড়ানোর জন্য নৌ-ফাঁড়ি স্থাপন, তাদের আবাস স্থান নির্মাণের পরিকল্পনা আছে।

এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

# ভোলায় ফেরি রুটের উন্নয়নে ১১ দফা দাবিতে মানববন্ধন

সাইফ আমীন/এসএস/এমআরআই