পঞ্চম দিনে কুড়িগ্রাম ছিটমহলে ভারতের নাগরিক হতে চান ৩২ জন
কুড়িগ্রাম জেলার ১২টি ছিটমহলে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দলের গণনার কাজ শুক্রবার পঞ্চম দিনে তিনটি গ্রামের পাঁচটি পরিবারের ৩২ জন সদস্য ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছেন। এ নিয়ে ৫ দিনে ১২ পরিবারে ৮৩ জন সদস্য ভারতীয় নাগরিক হতে আগ্রহ প্রকাশ করেছেন।
জনগণনার পঞ্চম দিনে ১৪৩ পরিবারের মধ্যে ৭০১ জন সদস্যের ফরম পূরণ করা হয়। এরমধ্যে ফুলবাড়ী উপজেলায় ৬৯৩ জন এবং ভুরুঙ্গামারীতে ৮ জন। এ পর্যন্ত পাচঁ দিনে মোট জনগণনা সম্পন্ন করা হলো ৫২০২ জনের।
ভারত যেতে আগ্রহীদের মধ্যে হলেন, পশ্চিম পাড়ার গজেন্দ্র চন্দ্র (৭৪) পরিবারের ৩ জন, নিপেন্দ্র চন্দ্র (৭০) পরিবারের ৪ জন, দোলাটারী পাড়ায় সামছুল হক (৩৯) পরিবারের ১০ জনসহ কালিরহাট মধ্য পাড়ার দুইটি পরিবারের ১৫ জন সদস্য ভারত যেতে নিবন্ধিত হয়েছেন।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জাগো নিউজকে জানান, শুক্রবার জনগণনার পঞ্চম দিনে ১৩৭টি পরিবারের ৬৯৩ জনের গণনা সম্পন্ন করা হয়। এ উপজেলায় ৭টি বুথে ১৫ জন করে গণনার কাজ করেছেন। এরমধ্যে বাংলাদেশের ৭ জন এবং ভারতের ৮ জন গণনাকারী রয়েছেন। শুক্রবার ৭টি বুথের মধ্যে ২০১১ সালের পর জন্ম সূত্রে পাওয়া যায় ৪০ জন, বৈবাহিক সূত্রে ১৯ জন, এসময় মৃত্যুবরণ করেন ৮ জন। এরমধ্যে ৫টি পরিবারে ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছেন ৩২ জন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জাগো নিউজকে জানান, এই উপজেলায় ১০টি ছিটমহল রয়েছে। এখানে ৩টি বুথ রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য পূরণ করা হচ্ছে। সর্বশেষ তথ্য মতে, জন্মসূত্রে ২০১১ সালের পর পাওয়া যায় ১ জন, এসময় মৃত্যুবরণ ও বৈবাহিক সূত্রে কেউ নতুন করে নিবন্ধন করেননি। ৫ম দিনে এখানে ভারতীয় নাগরিক হতে কেউ নিবন্ধন করেননি।
নাজমুল হােসেন/এমজেড/এমএস