ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভিজিএফের চাল কালোবাজারির ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১০ জুলাই ২০১৫

পাবনার সাঁথিয়ায় ভিজিএফের চাল কালোবাজারির ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে পুন্ডুরিয়া বাজার থেকে ৭৫০ কেজি চালসহ এক কালোবাজারিকে আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে উপজেলা প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম করমজা ইউনিয়নর পুন্ডুরিয়া বাজারের কালোবাজারী সেলিম ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এ সময় ওই গোডাউন থেকে দুস্থদের মধ্যে বিলি না করা ৭৫০ কেজি ভিজিএফ এর চাল উদ্ধার ও কালোবাজারি সেলিমকে হাতেনাতে আটক করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার দুস্থদের মধ্যে বিতরণের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ করে। ৭৫০ কেজি ভিজিএফের চাল বিলি না করে পাচারের উদ্দেশ্যে ওই স্থানে রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা করমজা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর স্থানীয় জনতা চেয়ারম্যান ও তার সহযোগী কালোবাজারি সেলিমকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের জন্য দাবি জানাতে থাকে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সাঁথিয়া থানায় উপজেলা প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, মেম্বর মজনু, কালোবাজারি সেলিম এবং কাদের ও মোতালেবের বিরুদ্ধে মামলা করেন।  

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

একে জামান/এআরএ/পিআর