ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এলজিআরডি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত গড়ে তুলতে চাই

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১০ জুলাই ২০১৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো এলজিআরডি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা কঠিন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নব-নিযুক্ত মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এ মন্ত্রণালয় আমার নিজের হাতে গড়া। কোথায় কি সমস্যা আছে, তা আমার জানা। এসব সমস্যা দূর করে এ মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই।

শুক্রবার বিকেল ৩টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ পর্যয়ে রাস্তা-ঘাট ও অবকাঠামোর উন্নয়ন করে পল্লী এলাকার জনগণের উন্নতি করতে চাই। এ ব্যাপারে সবার সহযোগিতা পেলে সহজেই কাজটি করতে পারবো। জনগণের সেবার জন্য তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে তিনি ফরিদপুর থেকে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা পদ অধিকারী, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, এলজিইডি`র গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী অরুন কুমার চৌধরী, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/পিআর