ছায়েদুল হকের মরদেহ নাসিরনগরে
নাসিরনগরে পৌঁছেছে বীর মুক্তিযোদ্ধা ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনের নির্বাচিত এমপি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মরদেহ। রোববার দুপুর ১২টা ১০ মিনিটে ছায়েদুল হকের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নাসিরনগর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।
এসময় মন্ত্রীর মরদেহ গ্রহণ করেন আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে আসেন।
এর আগে রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজার সময় মরদেহে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এমপি, জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের অধিবাসীরা তার জানাজায় অংশ নেন।
শ্রদ্ধা জানানো পর মোহাম্মদ ছায়েদুল হককে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন।
উল্লেখ্য, গতকাল ১৬ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাক্ষণবাড়ীয়া জেলায় নাসিরনগর থানার পূর্বভাগ গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস