বিজয়নগরে অস্ত্রসহ মাদকসম্রাট আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় অস্ত্র, গাঁজা ও বিদেশি মদসহ মাদকসম্রাট বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চুকে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোরে বিজয়নগর উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী নলগরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বাচ্চু মিয়া উপজেলার মেরাশানী গ্রামের সাদেক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিঙ্গারবিল বিওপি (বর্ডার আউটপোস্ট) ও আলীনগর বিওপির দুটি টহল দল উপজেলার ত্রিপুরা সীমন্তবর্তী নলগরিয়া এলাকায় পাগলা বাচ্চুর নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে বাচ্চুর বাড়ির রান্নাঘর থেকে একটি শাবল, একটি রামদা, ১০ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল বিদেশি মদ, সাড়ে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক বাচ্চু পুরো বিজয়নগর উপজেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন এবং তার একটি মোটরসাইকেল বাহিনী রয়েছে। সেই বাহিনীর সদস্যদের মাধ্যমে বাচ্চু ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদকপাচার করে থাকেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জাগো নিউজকে জানান, পাগলা বাচ্চুর বিরুদ্ধে বিজয়নগর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস