রাঙ্গামাটিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাঙ্গামাটির বরকলে আওয়ামী লীগ এবং যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে বরকল উপজেলার এরাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- ভুষণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোটরসাইকেল সমিতির সভাপতি মো. ইলিয়াছ (৪০), জুয়েল (২৫), ইলিয়াছ (৩২), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোতালেব মুন্সী (৫৫), মো. আক্তার (২৫), মিরাজ (১৯), জাহেদা আক্তার (১৮) ও গিয়াস উদ্দিন (৩৫)।
তাদের মধ্যে গুরুতর আহত ইলিয়াছ ও মোতালেব মুন্সীকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বরকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মদ খান জানান, সংঘর্ষে আহত কয়েক জনকে চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোনো পক্ষের মামলা পাওয়া যায়নি।
সুশীল প্রসাদ চাকমা/এএম/আইআই