ঈদে সৈয়দপুর বিমানবন্দরে ডাবল ফ্লাইট চালু
আসন্ন ঈদে ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন। ঘরমুখো এ মানুষদের জন্য যাত্রীসেবা বাড়াতে সৈয়দপুর বিমানবন্দর ডাবল ফ্লাইট চালু করেছে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা টু সৈয়দপুর রুটে স্বাভাবিকভাবে ইউএসবাংলা এয়ারলাইন্সের প্রতিদিন ১টি ফ্লাইট চললেও ঈদে যাত্রীচাপ এড়াতে দিনে দুটি ফ্লাইট, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের দিনে ১টির স্থলে দুটি করে এবং বিমান বাংলাদেশের সপ্তাহে ৪টি ফ্লাইট চলছে। তারপরও যাত্রী চাপ কমানো যাচ্ছে না। ৪/৫ দিন পর অতিরিক্ত আরো ফ্লাইট চালু করা হবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, সৈয়দপুর থেকে ঢাকাগামী যাত্রীদের ভাড়া সর্বনিম্ন ৩ হাজার ২শ’ টাকা এবং সর্বোচ্চ ৯ হাজার টাকা।
তিনি জানান, এখন সৈয়দপুর থেকে শুধুমাত্র ব্যবসায়ীরা ঢাকা যাচ্ছেন। আর ঢাকা থেকে ঘরমুখো যাত্রী ও ব্যবসায়ীরা মালামাল নিয়ে সৈয়দপুর আসছেন।
এসএইচএস/এমআরআই