ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাকেরগঞ্জে ১০০ কেজি পলিথিন জব্দ

প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৮ জুলাই ২০১৫

নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে বরিশলের বাকেরগঞ্জ উপজেলার পৌর শহরের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতরের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী  ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবির।

পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এ পলিথিন রাখার দায়ে বাকেরগঞ্জের পৌর এলাকার নিতাই সাহাকে ছয় হাজার টাকা, সাহা স্টোরকে পাঁচ হাজার, রোজা বেকারীর স্বত্ত্বাধিকারীকে তিন হাজার, নির্মল স্টোর থেকে দুই হাজার এবং তাপস স্টোর থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৯৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

সাইফ আমীন/এআরএ/এমআরআই